রবি ৫ টাকায় ৫০০ এসএমএস কেনার কোড

সম্মানিত পাঠক আমাদের ব্লগে আপনাকে স্বাগতম। নিশ্চয় আপনি জানতে চান কিভাবে ৫ টাকায় রবি সিমে ৫০০ এসএমএস কিনবেন, আপনার চিন্তার কোন কারণ নেই আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আজকে এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা শিখব কিভাবে রবিতে ৫ টাকায় ৫০০ এসএমএস ক্রয় করতে পারবেন। 

বর্তমানে রবি বাংলাদেশে ৪.৫ জি  ফাইভ জি সেবা প্রদান করতেছে। আজকে আমরা রবি ৫ টাকার ৫০০ এসএমএস অফারের পাশাপাশি আরও বেশ কয়েকটি এসএমএস অফার সম্পর্কে বিস্তারিত জানবো। এতে করে আপনি আরো বড় প্যাকেজ বা অন্য প্যাকেজ গুলো খুব সহজেই কিনতে পারবেন।


ভূমিকাঃ 

রবি বাংলাদেশ মোবাইল সেবা প্রদানকারী একটি সিম কোম্পানি। বর্তমান সময়ে বাংলাদেশের প্রায় পাঁচ কোটির বেশি মানুষ রবি সিম ব্যবহার করে। রবি সিমের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের টেলিযোগাযোগ সেবা উপভোগ করতে পারেন, যেমন কল, ইন্টারনেট, টেক্সট মেসেজিং, এবং বিভিন্ন ধরনের ডাটা প্যাকেজ।  এই সিমে কিছু অফার রয়েছে সেগুলো খুবই জনপ্রিয় মানুষের কাছে কিন্তু অনেক সময় আমরা জনপ্রিয় অফার গুলো ক্রয় করার জন্য সঠিক কোড খুঁজে পাই না। 


রবি ৫ টাকায় ৫০০ এসএমএস

রবি সিম বাংলাদেশের অধিকাংশ জায়গায় ভালো নেটওয়ার্ক কভারেজ প্রদান করে, বিশেষ করে শহর এলাকায় এর সিগন্যাল খুবই শক্তিশালী। গ্রাহকরা সহজেই কথা বলতে ও ইন্টারনেট ব্যবহার করতে পারেন। বর্তমান সময়ে রবি এবং এয়ারটেল এর মত দুটি সিম কোম্পানি এক হওয়াতে এদের সার্ভিসের মান অনেক বৃদ্ধি পেয়েছে এবং গ্রাহকদের কে সর্বোচ্চ সেবা প্রদান করতে তারা সক্ষম। রবি ৫ টাকায় ৫০০ এসএমএস কেনার কয়েকটি উপায় রয়েছে এর মধ্যে যেটি আপনার কাছে সুবিধা মনে হয় সেই অনুযায়ী আপনি ক্রয় করতে পারেন এখন এই সম্পর্কে বিস্তারিত আমরা  জানবো। 

  •  ইউ এস ডি কোড ডায়াল করার মাধ্যমে ক্রয় করতে পারবেন। 
  • রবি অ্যাপ এর মাধ্যমে ক্রয় করতে পারবেন।

তবে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে ৫ টাকার ৫০০ এসএমএস এই অফারটি সবাই পাবে না।  এই অফারটি রবি কোম্পানি থেকে যাদেরকে দেয়া হবে শুধুমাত্র তারাই ক্রয় করতে পারবেন। তবে এই অফারটি বেশিরভাগ দেয়া হয় বন্ধ সিম ব্যবহারকারীদের।


USSD কোড ডায়াল করে যেভাবে অফারটি কিনবেন করবেন

এখন পর্যন্ত ইউ এস ডি কোড ডায়াল করে যে কোন অফার ক্রয় করা বাংলাদেশের একটি জনপ্রিয় মাধ্যম। এর মূল কারণ হচ্ছে এটি খুবই সহজ শুধুমাত্র মোবাইল থেকে ডায়াল করার মাধ্যমে আপনি খুব সহজে অফারটি পেয়ে যাবেন। যেভাবে অফারটি কিনবেন বিস্তারিত ধাপে ধাপে নিচে দেখানো হলোঃ 

তবে একটা বিষয় মনে রাখবেন যদি আপনার এই অফারটি রবি সিম থেকে দেয়া হয় তাহলে আপনি 5 টাকায় ৫০০ এসএমএস পাবেন এক মাসের মেয়াদে। আর যদি এই অফারটি আপনার না থাকে সেই ক্ষেত্রে আপনি ৫ টাকায় ১০০ এসএমএস পাবেন তিনদিনের মেয়াদে।

  • প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যান।
  • এবার এই কোডটি লিখুন *১২৩*২*৭*১#
  • কোড লেখা শেষে কল বাটনে ক্লিক করুন।
  • এবার অল্প কিছুক্ষণ অপেক্ষা করেন আপনাকে কনফার্মেশন মেসেজ পাঠানো হবে। 

রবি অ্যাপের মাধ্যমে কেনার নিয়ম

রবি অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজে মিনিট, ইন্টারনেট এবং এসএমএস কিনতে পারবেন কোন ধরনের সমস্যা ছাড়া। রবি অ্যাপের নাম  MY Robi আপনি এটি লিখে গুগল প্লে স্টোরে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। অথবা MY Robi অ্যাপস ডাউনলোড করুন এই লেখাতে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবার আপনার ফোনে মাই রবি অ্যাপ ইন্সটল হয়ে গেলে, আপনার ফোন নাম্বারের মাধ্যমে সেখানে প্রবেশ করুন। তারপর নিচে দেখানো স্ক্রীনশট গুলো ফলো করুনঃ 

প্রথম স্ক্রিনশট এ আপনারা দেখতে পাচ্ছেন মার্ক করা জায়গাতে লেখা রয়েছে EasyPlan  এ ক্লিক করুন।

দ্বিতীয় স্ক্রিনশটটি যদি ভালোভাবে লক্ষ্য করুন দেখতে পাবেন সেখানে মার্ক করা অপশনে লেখা আছে Cousomize your EasyPlan এ ক্লিক করুন।  

এবার তৃতীয় স্ক্রিনশটটিতে মার্ক করা অপশনের দিকে লক্ষ্য করুন এখান থেকে আপনি আপনার ইচ্ছামত মেয়াদে এসএমএস ক্রয় করতে পারবেন, পাশাপাশি মিনিট, ইন্টারনেট সব কিছু ক্রয় করতে পারবেন এবং আপনার সুবিধা অনুযায়ী যে দামটা আসবে সেই দাম দিয়ে অফারটি কিনতে পারবেন। 

মজার বিষয় হচ্ছে আপনি এখান থেকে আপনার ইচ্ছামত যে কয়েকটা এসএমএস লাগবে সেগুলো সিলেক্ট করতে পারেন এবং মেয়াদ আপনার ইচ্ছামত সিলেক্ট করে নিতে পারবেন। আর এপ্স থেকে আপনি এই সুবিধাগুলো এক্সট্রা পাবেন।


রবি ১০ টাকায় ৫০০ এসএমএস

আরো জনপ্রিয় কিছু রবি এসএমএস প্যাকেজ হয়েছে সে সম্পর্কে কিছুটা জেনে নেব।  এটি রবির খুবই জনপ্রিয় একটি অফার এখানে আপনি ১০ টাকায় ৫০০ এসএমএস পেয়ে যাবেন মেয়াদ ৭ দিন।  অফারটি ক্রয় করতে আপনাকে ডায়াল করতে হবে *১২৩*২*৭*২# । যাদের অনেক বেশি এসএমএসের প্রয়োজন হয় প্রতিদিন তারা অল্প টাকায় এই প্যাকেজটি নিতে পারেন।


রবি ২০ টাকায় ৫০০ এসএমএস ২০২৪

এবার আমরা জানবো রবির আরেকটি বড় প্যাকেজ সম্পর্কে যদিও এখানে আপনি ২০ টাকায় ৫০০ এসএমএস পাচ্ছেন তবে মেয়াদ থাকবে বেশি। যদিও এখানে টাকার পরিমান বেশি তবে আপনি এখানে পারবেন ৩০ দিন মেয়াদে ২০ টাকায় ৫০০ এসএমএস। এই অফারটা তাদের জন্য যাদের প্রতিদিন অল্প সংখ্যক এসএমএস হলেই হয় কিন্তু মেয়াদ বেশি দিন দরকার তারা এই অফারটি লুফে নিতে পারেন। অফারটি ক্রয় করতে আপনাকে ডায়াল করতে হবে *১২৩*২*৭*৩# । 


রবি এসএমএস চেক কোড ২০২৪

এসএমএস তো কিনলেন এবার জানতে হবে আপনি কিভাবে এসএমএস গুলো চেক করবেন অর্থাৎ আপনার কয়টি এসএমএস আর রয়েছে। এটার জন্য দুটি উপায় রয়েছে একটি হচ্ছে আপনি রবি অ্যাপস এর মাধ্যমে দেখতে পারেন এবং দ্বিতীয়টি হচ্ছে কোড ডায়ালের মাধ্যমে। অ্যাপসের মাধ্যমে দেখার উপায় সম্পর্কে আর না বলি কারণ এটি একদমই সহজ অ্যাপসে ঢোকা মাত্রই আপনি দেখতে পারবেন। নিচে যে কোডগুলোর মাধ্যমে আপনি এসএমএস চেক করতে পারবেন সেগুলো দেয়া হলোঃ 
  • *২২২*১২#
  • অথবা
  • *২২২*২০#
এই কোডগুলো ডায়াল করার মাধ্যমে আপনি খুব সহজেই জেনে নিতে পারেন আপনার আর কয়টি এসএমএস অবশিষ্ট রয়েছে।

রবি এসএমএস প্যাক

বর্তমান সময়ে রবি একটি বড় টেলিকম কোম্পানি এবং এদের অসংখ্য অফার রয়েছে যা একটি ব্লগ পোষ্টের মাধ্যমে বলার অসম্ভ। আপনারা যদি রবির সকল অফার সম্পর্কে খুব ভালোভাবে জানতে চান তাহলে মাই রবি অ্যাপস ব্যবহার করতে পারেন। এখানে আপনি সকল ধরনের অফার পেয়ে যাবেন। আপনি মাই রবি অ্যাপসে মাই অফার নামে একটি অপশন পাবেন। সেখান থেকে আপনার জন্য যে অফার গুলো আছে সেগুলো খুব সহজেই খুঁজে বের করতে পারবেন এবং এই অফার গুলো অনেক কম মূল্যের হয়ে থাকে। 

রবি সিম ব্যবহারকারীরা এখন মাত্র ৫ টাকায় ৫০০ এসএমএস পেতে পারেন। এই পোস্টে আপনি জানতে পারবেন কিভাবে সহজেই রবি সিমে এসএমএস প্যাকটি সক্রিয় করা যায়।

লেখকের মন্তব্যঃ 

আপনাকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে সম্পূর্ণ ব্লক পোস্ট করার জন্য। আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনি রবি সিমের এসএমএস অফার গুলো সম্পর্কে বিস্তারিত জেনেছেন। তবে বর্তমান সময়ে আপনি ৫ টাকায় ৫০০ এসএমএস এই প্যাকেজটি পাবেন কিনা বলা মুশকিল। কারণ প্রতিনিয়ত বাংলাদেশের সকল সিমের অফার গুলোর মূল্য বৃদ্ধি পাচ্ছে। অনেক সময় কোড গুলো পরিবর্তন হয় এবং অফার গুলো পরিবর্তন করা হয়। আমরা চেষ্টা করব সব সময় পোস্টটি আপডেট করার। তবে কোন কারণবশত যদি দেখেন কোন কোড কাজ করতেছে না বা অফার গুলো পরিবর্তন হয়েছে তাহলে আমাদেরকে অবগত করবেন। আমরা সাথে সাথে পোস্টআপডেট করে দেব।  এরকম নিত্য প্রয়োজনীয় এবং ইনফরমেটিভ ব্লগ পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন। 

প্রশ্ন এবং উত্তরঃ 

প্রশ্নঃ  রবি ৫ টাকায় ৫০০ এসএমএস USSD কোড কত?

উত্তরঃ  রবি ৫ টাকায় ৫০০ এসএমএস ক্রয় করার USSD কোড হচ্ছে *১২৩*২*৭*১#।

প্রশ্নঃ রবিতে ৫ টাকায় ৫০০ এসএমএস কি সবাই কিনতে পারবে?

উত্তরঃ না সবাই কিনতে পারবে না।  বর্তমানে যাদেরকে রবি সিম থেকে অফারটি প্রেরণ করা হবে শুধুমাত্র তারা কিনতে পারবে। 

প্রশ্নঃ  রবি অ্যাপস এর মাধ্যমে কি অফারটি দেখতে পারবো?

উত্তরঃ  হাঁ দেখতে পারবেন। মাই অফার এর ক্লিক করলে অফারটি যদি আপনাকে দেয়া হয় তাহলে সেখানে দেখতে পারবেন এবং কিনতেও পারবেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!