ইসলামের দৃষ্টিতে স্বপ্নে মাছ দেখলে কি হয়

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত পাঠক পাঠিকা আমাদের ব্লগ পোস্টে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু স্বপ্নে মাছ ধরতে দেখলে কি হয়। এই ব্লগ পোস্টে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে স্বপ্নে মাছ দেখলে কি হয়, এবং কোন মাছ দেখলে কি হয় এ সকল বিষয়। 

আশা করি মনোযোগ সহকারে পুরো লেখাটি পড়লে আপনারা এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং স্বপ্নের অর্থ সম্পর্কে জানতে পারবেন। আমরা চেষ্টা করেছি সকল সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার। 

পোস্ট সূচিপত্রঃ 

স্বপ্নে মাছ ধরতে দেখলে কি হয়

স্বপ্ন মূলত দু ধরনের হয় একটি আল্লাহ পাকের পক্ষ থেকে আসে এবং অপরটি শয়তানের পক্ষ থেকে। রাসুল সাঃ বলেছেন যে  সত্য  স্বপ্নগুলো আসে আল্লাহর পক্ষ থেকে এবং খারাপ স্বপ্ন গুলো আসে শয়তানের পক্ষ থেকে। আসুন জেনে নেই স্বপ্নে মাছ দেখলে কি হয় বা কোথায় মাছ দেখলে কি হয় বিষয়গুলো সম্পর্কে ।

শুরুতেই আমরা জেনে নেই কাদা পানিতে মাছ বা গভীর পানিতে যদি আপনি মাছ দেখেন তাহলে কি হবে।  আপনি অনেক বড় ধরনের কোনো সমস্যায় নিশ্চয়ই আছেন যার কারণে আপনি কাদা পানিতে বা গভীর পানিতে মাছ দেখলেন।  তো সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহপাকের কাছে বেশি বেশি করে আশ্রয় চাইতে হবে এবং বেশি বেশি করে দান সদকা করতে হবে।

এর পরে যে প্রশ্নটা বা যে স্বপ্নটা আমরা বলব  তা হল তাজা মাছ সংখ্যায় অধিক পরিমাণে দেখা, যদি আপনি অনেক পরিমাণ তাজা মাছ   দেখেন তাহলে আপনার কাছে অনাকাঙ্ক্ষিতভাবে ধন-সম্পদ আসবে এবং আপনি অনেক সম্পদের মালিক হয়ে যাবে ইনশাআল্লাহ।

যদি আপনি স্বপ্নে ছোট মাছ পেতে দেখেন, দেখুন ছোট মাছ  স্বপ্ন দেখাটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। এটা হল দুঃখ পাওয়ার কিছু ইঙ্গিত আছে আপনি দুঃখ পেতে পারেন, চিন্তায় পড়ে যেতে পারেন কষ্ট পেতে পারেন, আত্মীয়-স্বজন দ্বারা আপনি কষ্ট পেতে পারেন, আপন মানুষদের আস কষ্ট পেতে পারেন, বন্ধু-বান্ধব দ্বারাও কিন্তু আপনি কষ্ট পেতে পারেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি খুব বেশী তওবা ইস্তেগফার করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামীন যেন আপনাকে কবুল করেন, দুঃখ কষ্ট থেকে হেফাজত রাখেন আপনি এই বিষয়টা বলবেন। 

এর পরে আপনি যদি স্বপ্নে  মেয়ে তাজা মাছ দেখেন বা দুটি তা মাছ দেখেন তাহলে আপনি একজন স্ত্রী বা দুইজন স্ত্রী পাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আবার যদি আপনার স্ত্রী  থেকে থাকে তাহলে আপনার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে ।

স্বপ্নে মাছ দেখলে কি হয়

স্বপ্নে মাছের পেটে যদি আপনি মুক্তা পেতে দেখেন, মাছের পেটে মুক্তা স্বর্ণ ইত্যাদি যদি আপনি দেখেন তাহলে আপনার একটি ছেলে সন্তান পাবেন বলে  করি এবং আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি কিন্তু এটাই বলেছেন।  তিনি  স্বপ্ন বিশারদ ছিলেন।

স্বপ্নে কিন্তু নবী-রাসূলগন দেখেছেন আর নবী-রাসূলগণের ভিতরে সর্বশ্রেষ্ট স্বপ্ন বিশারদ ছিলেন হযরত ইউসুফ (আ:) । সাহাবায়ে কেরামদের ভিতরে শ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন আবু বক্কর সিদ্দীক (রাঃ)। তার পরবর্তী সময়ে আল্লামা মুহাম্মদ ইবনে সীরীন রহমতুল্লাহি আলাইহি তিনি শ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন।

স্বপ্নে স্থলপথে যে মাছ শিকার করতে দেখেন তাহলে আপনি অশ্লীল কর্মে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে একটু খুশির খবর হলো যাপনে আনন্দদায়ক কোন সংবাদ আপনি পেতে পারেন।

ঘোলা পানি থেকে যদি আপনি মাছ শিকার করতে দেখেন, তাহলে আপনি গভীর চিন্তায় পড়ে যেতে পারেন। ঘোলা পানিতে মাছ শিকার করেন চিন্তার কোন কাজ হয়তো করবেন বা কোন চিন্তায় পড়ে যাবেন কোন বিপদে পড়ে যাবার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আপনি কি করবেন দান সদকা করবেন বিপদ আপদ কেটে যাবে। আর স্বপ্নগুলো যখন দেখবেন তখন আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন এবং আল্লাহর কাছে আশ্রয় যাবেন ইনশাল্লাহ আপনার বিপদ গুলো দূর হয়ে যাবে।

পরিষ্কার পানি থেকে যদি আপনি মাছ দেখেন, তাহলে রিজিক প্রাপ্তি হবে আপনার এবং ভাল সন্তান পাওয়ার কিন্তু আলামত রয়েছে। যদি পরিষ্কার পানি থেকে যদি আপনি মাছ ধরতে দেখেন।

তাজা ভুনা মাছ যদি আপনি খেতে দেখেন, যদি আপনি ভাল মানুষ হয়ে থাকেন নেককার ভালো কাজ করেন তাহলে আপনার অনেক গনিমত অনেক মাল সম্পদ একসাথে পাবেন।  কিন্তু আপনি যদি খারাপ মানুষ হয়ে থাকেন তাহলে আপনারা পাবেন না আপনার বরংচ আরো ক্ষতি হবে ।

স্বপ্নে মাছ দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা

কোন মাছ দেখলে কি হয় সেটা আমাদের জানা প্রয়োজন, যদি সার্ক বা পিরানহা বা শোল এই জাতীয় ভয়ানক মাছ গুলো আছে এই মাছগুলো যদি আপনি দেখেন।  বিপদজনক যে মাছগুলো আছে  এই মাছগুলো দেখলে আপনি এখন ভাল থাকবেন কিন্তু ভবিষ্যতে আপনার ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য একটু সাবধান থাকবেন আপনি টাকা পয়সা খুব সাবধানে খরচ করবেন যেন আপনি ঋণী না হয়ে যান।

আর যদি স্বপ্নে  ডলফিন মাছ আপনি দেখেন, ডলফিন খুব উপকারী একটি মাছ। মানুষের জন্য খুব উপকারী একটি মাছ।  আপনার কিছু শুভ বন্ধু হবে খুব ভালো কিছু বন্ধু হবে  এবং আপনার কাছে ধন-সম্পদের প্রাপ্তি হবে সার্বিক আপনার কল্যাণ হবে ইনশাল্লাহ।


আর যদি স্বপ্নে রঙ্গিন মাছ  আপনি দেখেন,  রঙিন মাছ তাহলে আটকে থাকা কোনো কাজ আপনি খুব দ্রুতই আপনার সেরে ফেলতে পারবেন ইনশাল্লাহ।

স্বপ্নে চিংড়ি মাছ দেখলে কি হয়

স্বপ্নে চিংড়ি মাছ দেখলে দেখলে, আপনার মনের আশা পূর্ণ হবে এবং ব্যবসায় উন্নতি হবে দুঃখ-দুর্দশা আপনার দূর হয়ে যাবে।

যে ছোট মাছ গুলো আপনি দেখবেন ওই ছোট মাছে যদি কাটা বেশি থাকে, যে ছোট মাছগুলো তে কাটা বেশি থাকে এগুলো যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে আপনার চিন্তাভাবনা দুঃখ-দুর্দশায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে।  আর যেগুলোতে কাটা নেই এগুলোতে দুঃখ-দুর্দশায় চিন্তাভাবনার পড়ার সম্ভাবনা নেই। 

আপনি দেখলেন মাছ ধরেছেন কিন্তু মাছ হাত থেকে পড়ে গেছে, তাহলে আপনি মনে করবেন আপনার টাকা পয়সা নষ্ট হবে।  আপনি অনেক কিছু টাকা-পয়সা আপনার হাত থেকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।  আপনি সাবধান হয়ে যাবেন। 

স্বপ্নে মাছ ধরলে কি হয়

স্বপ্নে  যদি আপনি ইলিশ মাছ দেখেন,  ইলিশ মাছ দেখলে ধন-সম্পদ মর্যাদা ইজ্জত সম্মান বাড়বে এবং এটা খুবই ভালো স্বপ্ন  এবং অর্থপ্রাপ্তির সমূহ সম্ভাবনা আছে ইনশাল্লাহ। 

স্বপ্নে  যদি আপনি কই মাছ দেখেন,  এটার অর্থ হল দীর্ঘজীবন লাভ করবেন ইনশাল্লাহ।  আপনার রোগ মুক্ত থাকতে পারবে, আল্লাহ চাহে তো। 


স্বপ্নে যদি শোল মাছ যদি দেখেন,  শোল মাছ মানে হচ্ছে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার শক্তি-সামর্থ্য থাকবে।  

স্বপ্নে যদি তিমি মাছ যদি আপনি দেখেন,  তাহলে অঢেল ধন সম্পদ, ঐশ্বর্য, সম্মান বৃদ্ধি পাবে।  

কোরাল মাছ যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে আত্মীয়দের সম্পদ মেরে ফেলার সম্ভাবনা আছে।  আত্মীয়দের সম্পদ আপনি কিন্তু অন্যায় ভাবে তাদের কাছ থেকে নিয়ে যাবেন। 

লেখকের মন্তব্য 

আজকের আর্টিকেলের মূল আলোচ্য বিষয় ছিল স্বপ্নে মাছ দেখলে কি হয়। আশা করি আপনি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েছেন এবং এ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম তথ্য সম্পন্ন আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রত্যেকটা আর্টিকেলের তথ্য আমরা খুব সূক্ষ্মভাবে সংগ্রহ করি এবং সঠিক তথ্য প্রদান করি। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এতে করে তারাও নানা ধরনের তথ্যবহুল আর্টিকেল পড়তে পারবে ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!